Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হন। নিহতরা হলেন- শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়র মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদ বাবু ব্যাপারী (২৬) ও কাঠমিস্ত্রি রিংকু (২২)।

শুক্রবার (১৪ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ডেমরা সুলতানা ব্রিজের ওপর মালবাহী কন্টেইনারের ধাক্কায় মোটরসাইকেল চালক শিক্ষার্থী মাহমুদ বাবু (২৬) ও তার বান্ধবী তনিমা (২২) আহত হন।

বিজ্ঞাপন

পথচারীরা দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টারর দিকে মাহমুদ বাবু মারা যায়। এদিকে ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে অজ্ঞাত যানবাহনের চাপায় কাঠমিস্ত্রি রিংকু (২২) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ডেমড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র বিশ্বাস বলেন, ‘ডেমরা সুলতানা কামাল ব্রিজের ওপর দিয়ে মাহমুদ (২৬) তার বান্ধবী তনিমাকে নিয়ে (২২) যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এর পর মালবাহী কন্টেইনারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে আহত হন দু’জন। পথচারীরা দু’জনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মাহমুদ বাবু মারা যায়। আহত তনিমাকে (২২) জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আর ঘটনার পর পরই কন্টেইনারটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

মাহমুদের ভাই আরাফাত হোসেন শাওন জানান, মাহমুদ উত্তরা শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি কোম্পানির কল সেন্টারে চাকনি করতেন। থাকতেন মিরপুর ১ নম্বর সেকশনে। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী।

বিজ্ঞাপন

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসাইন বলেন, ‘ভোরে মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত রিংকু একজন কাঠমিস্ত্রি। ডেমরা সানারপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন। একটি কারখানায় চাকরি করতেন তিনি। রোজা রাখার উদ্দেশে বাসায় সেহেরি খেয়ে ভোরে কাজে যাচ্ছিলেন। পথে আল ফারুক সিএনজি পাম্পের বিপরীত পাশে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত গতির একটি যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

এসআই আরও জানান, রিংকুর বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায়। বাবার নাম আব্দুল আলিম।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ নিহত ২ রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর