Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৯ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি: সারাবাংলা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। গুরুতর ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রাম ও সাদিপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার সাদিপুর গ্রামের আবু মিয়ার ছেলে লিকছন ও জগদীশপুর গ্রামের মৃত মনাফ মিয়ার ছেলে মিসুক মিয়ার কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জগদীশপুর গ্রামের লোকজন জগদীশপুর পূর্বপাড়া জামে মসজিদে ও মোহাম্মদগঞ্জ  বাজার মসজিদে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে। এ সময় উভয় গ্রামের লোকজনের মধ্যে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে রুমান আহমেদ,(২২), সোহাগ মিয়া (১৪),  গফ্ফার হোসেন, (২৫) ইমন মিয়া, (২২)  দুখু হোসেন (৪০) মাফুজ আহমেদকে (২৫) জগন্নাথপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, গুলিবিদ্ধসহ ৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

আহত গুলিবিদ্ধ জগন্নাথপুর দুই গ্রামবাসীর সংঘর্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর