Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গুদাম-বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭

আগুন, প্রতীকী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফলের ক্যারেটের গুদাম ও আশপাশের বসতঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নগরীর পোর্ট কানেক্টিং সড়কে হালিশহর ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। চারটি স্টেশন থেকে দ্রুততার সঙ্গে ছয়টি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা আগুন নেভানোর জন্য যায়।

তবে রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাদের নিয়ন্ত্রণ কক্ষকে জানিয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়েছে, একটি ভবনে ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশপাশের কয়েকটি বসতঘরেও ছড়িয়ে পড়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর