নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোর আহত
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭
বান্দরবান: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। শুক্রবার (১৪ ফেরুয়ারি) বিকেলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ফুলতলী ৪৮ নম্বর সীমান্ত পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত কিশোরের নাম সিরাজুল ইসলাম প্রকাশ ধলা পুতিয়া (১৪) সে সীমান্তের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরাপাড়ার নুরুল ইসলামের ছেলে। বিষ্ফোরণে কিশোরের বাম পায়ের গোড়ালী বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তার ডান হাতেও বিষ্ফোরণে আঘাত লেগেছে।
স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম মিয়ানমার হাট থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পার হয়ে ইয়াবা ট্যাবলেট আনতে যাওয়ার পথে ল্যান্ডমাইন বিষ্ফোরণে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। তার বিরুদ্ধে চোরাকারবারের অভিযোগ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে একজনের আহত হওয়ার খবর শুনেছি। সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছেন।
সারাবাংলা/এসআর
কিশোর আহত নাইক্ষ্যংছড়ি নাইক্ষ্যংছড়ি সীমান্তে বান্দরবান মাইন বিস্ফোরণ