Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটকা থেকে আগুনের সূত্রপাত, নিভল ২ ঘণ্টায়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৫

পটকাবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, নিভল ২ ঘণ্টায়। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফলের ক্যারেটের গুদাম ও বসতঘরে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিভেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পটকাবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

আগুনে নগরীর পোর্ট কানেক্টিং সড়কে হালিশহর ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকায় একটি ফলের প্লাস্টিক ক্যারেটের গুদাম ও পাশের একটি সাততলা ভবনের চারতলা পর্যন্ত ছয়টি বাসার কিছু কিছু অংশ পুড়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। চারটি স্টেশন থেকে দ্রুততার সঙ্গে ছয়টি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা আগুন নেভানোর জন্য যান।

বিজ্ঞাপন

রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর একঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দিয়ে ইউনিট নিয়ে স্টেশনে ফিরে যান ফায়ার কর্মীরা।

স্থানীয়রা সাংবাদিকদের জানান, এলাকার শিশু-কিশোরদের ফোটানো পটকাবাজি থেকে খোলা মাঠে ফলের ক্যারেটের গুদামে আগুনের সূত্রপাত হতে দেখেছেন তারা। মুহূর্তের মধ্যে আগুন পাশের সাততলা ভবনটিতে ছড়িয়ে পড়তে দেখা যায়। ফায়ার সার্ভিসের প্রতিবেদনেও পটকাবাজির আগুনের কথা উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো