ছবির গল্প
আগুন রাঙা ফাগুনে বসন্ত আবাহন
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬
‘ফুল ফুটুক না ফুটুক/ আজ বসন্ত’। বসন্তকে বরণ করে নিতে ফুল না ফোটার মতো কোনো ঘটনা ঘটেনি। পলাশ-শিমুল ঠিকই ফুটেছে। প্রকৃতির প্রাণ-পল্লবে আগুনরঙা ফুল জানান দিচ্ছে ‘বসন্ত এসে গেছে’। ইট-কাঠ পাথরের এই নগরীতেও একটু সতর্ক হয়ে কান পাতলেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। বাতাস কিছুটা শীতলতা থাকলেও দিনের বেলা রোদের উত্তাপ কানে কানে বলছে— ‘বসন্ত এসে গেছে।’
প্রকৃতিজুড়ে বসন্তের এই আগমনী প্রস্তুতির মধ্যেই বর্ষপঞ্জির পাতা বলছে, শুরু হলো বঙ্গাব্দের ফাল্গুন মাস। এর মানেই ঋতুরাজ বসন্তের যাত্রা শুরু। আর সংস্কার করা বর্ষপঞ্জি মেনে সেই একই দিনেই গোটা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে ‘ভ্যালেন্টাইনস ডে’ তথা ভালোবাসা দিবস। ফলে বসন্তের রঙে মিশেছে ভালোবাসা। সব মিলিয়ে প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় জমে উঠেছিল বসন্ত উৎসব। সেই বসন্ত আয়োজনের ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম