ত্রিদেশীয় সিরিজ
২০ বছর পর নিউজিল্যান্ডের ট্রফি জয়
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮
৬ বছর পর ক্রিকেট বিশ্ব দেখেছে ‘ঐতিহ্যবাহী’ ত্রিদেশীয় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কিউইরা। আর এতেই ২০ বছর পর কোনো সাদা বলের টুর্নামেন্টের ট্রফি জেতার স্বাদ পেল নিউজিল্যান্ড।
করাচিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। উইল ওরুকির দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান ব্যাটিং লাইনআপ। ব্রেসওয়েল ও স্যান্টনারও দারুণ সাহায্য করেছেন তাকে। ওরুকি নিয়েছেন ৪ উইকেট, স্যান্টনার-ব্রেসওয়েল পেয়েছেন ২টি করে উইকেট।
পাকিস্তানের হয়ে লড়াইটা করেছেন শুধু মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা ও তাইব তাহির। ইনিংসের সর্বোচ্চ ৪৬ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকে। আঘা করেছেন ৪৫, তাহিরের ব্যাট থেকে এসেছে ৩৮ রান। শেষ পর্যন্ত ২৪২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
রান তাড়া করতে নেমে খুব একটা হ্যাপা পোহাতে হয়নি নিউজিল্যান্ডকে। ড্যারেল মিচেল ও টম লাথামের জোড়া হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৫৭ রান করে ইনিংসের সর্বোচ্চ আরন সংগ্রহকারী মিচেল, ৫৬ রানে ফিরেছেন লাথাম।
এই জয়ে ২০০৫ সালের পর প্রথমবার সাদা বলের টুর্নামেন্টের শিরোপা জিতল নিউজিল্যান্ড। ২১ শতকে সাদা বলের ক্রিকেটে এটি ছিল তাদের ১৩তম ফাইনাল। এর মাঝে মাত্র ৫বার শিরোপা জিতেছেন কিউইরা।
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে আবারও এই করাচিতেই পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
সারাবাংলা/এফএম