বেতন নিয়ে ভিনিসিয়াস-এমবাপে দ্বন্দ্ব!
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১২
মোটা অংকের বেতনে পিএসজি ছেড়ে মৌসুমের শুরু রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। ভিনিসিয়াস জুনিয়র-জুড বেলিংহামদের সাথে জুটি বেঁধে দুর্দান্ত পারফর্ম করছেন এই ফরাসি তারকা। তবে এমবাপের সাথে এবার বড় একটা দ্বন্দ্ব বেধেছে ভিনি ও বেলিংহামের। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, এমবাপের চেয়ে বেশি বেতন না পেলে রিয়াল ছাড়বেন ভিনি।
সবশেষ দলবদলের মৌসুমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভিনিসিয়াসের রিয়াল ছাড়ার গুঞ্জন। চোখ ধাঁধানো প্রস্তাবে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন ভিনি, শোনা যাচ্ছিল এমনটাই। অনেক নাটকের পর শেষ পর্যন্ত রিয়ালের থেকেই গেছেন ভিনি।
ভিনিসিয়াস রিয়ালে থেকে গেলেও এবার দেখা দিয়েছে নতুন সংকট। ইএসপিএন বলছে, রিয়ালে পরের মৌসুমে থাকার শর্ত হিসেবে নতুন বেতন কাঠামো চান ভিনি। এমন চুক্তি চান যেখানে এমবাপে ও বেলিংহামের চেয়েও তার বেতন বেশি হবে। এই মুহূর্তে বছরে এক কোটি ইউরোর মতো বেতন পান ভিনি। এমবাপের বেতন তার চেয়ে খানিকটা বেশি। ভিনির মতো বেতন বৃদ্ধি চান বেলিংহামও।
স্প্যানিশ পত্রিকা এএস বলছে, এই মুহূর্তে ভিনি ও বেলিংহামের বেতন বাড়ানোর এই দাবি কানে তুলছে না রিয়াল কর্তৃপক্ষ। কারণ হিসেবে তারা বলছে, দুই ফুটবলারের বেতন বাড়ালে দলের অন্যরাও একই দাবি তুলবে। শেষ পর্যন্ত রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ফুটবলারদের এই দাবি কতটুক বিবেচনা করবেন, সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামী জুন পর্যন্ত।
২০১৮ সালে বেতন নিয়ে বনিবনা না হওয়াতেই রিয়াল ছেড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও কি একইভাবে ক্লাব ছাড়বেন ভিনিসিয়াস?
সারাবাংলা/এফএম