Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নয়, জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৮

ঢাকা: স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচন আগে হতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থপতি ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে নির্বাচন ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘হঠাৎ করেই বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে। এ ব্যাপারে আমাদের পরিষ্কার কথা- স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। নানা অজুহাত দেখিয়ে নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে।’’

তিনি বলেন, ‘‘শেষ ১৭ বছরে নির্বাচনের যে ভয়ংকর পরিণতি আমরা দেখেছি সেটা তো হওয়ার কথা ছিল না। ৯০’র আন্দোলনের যে স্প্রিট ছিল, সেই স্প্রিট থেকে আবারও হোঁচট খেয়ে ব্যাক টেকিং হবে, সেটা তো কেউ প্রত্যাশা করেনি। শুধু ব্যাক টেকিং নয় এমন দৃষ্টান্ত স্থাপন হয়েছে বিগত ১৭ বছরে, সেটা তো বিস্ময়কর।’’

রিজভী বলেন, ‘‘রাজনৈতিক বিজ্ঞানে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে, একতরফা নির্বাচনের জন্য কীভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাতে হয়েছে, ভোটারদের মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে, ভোটকেন্দ্র গুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি। এ ধরনের নির্বাচন আমরা দেখেছি গত ১৬-১৭ বছর।’’

‘শুধু তাই নয়, যারা বিরোধীদলের মনোনয়ন পেয়েছেন তাদেরকে মনোনয়ন জমা দেওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছে। আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা। কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি। এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময় হয়েছে, জাতীয় নির্বাচনে সময়ও হয়েছে’’— বলেন রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘একতরফা নির্বাচন করার জন্য তারা কী ভয়াবহ অত্যাচারের খড়গ এবং বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের ওপর, সেটি বলে শেষ করা যাবে না। বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হত, হামলা করা হত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হক হুদা, জাসাস নেতা ইথুন বাবু, আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

জাতীয় নির্বাচন রুহুল কবির রিজভী স্থানীয় নির্বাচন

বিজ্ঞাপন

শেরপুরে মাইক্রোবাসচাপায় নিহত ২
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯

খুলনা মহানগর বিএনপির সম্মেলন সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪

আরো

সম্পর্কিত খবর