Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় সৈয়দ ইফতেখারের শিশুতোষ গল্পের বই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৩

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক, সাংবাদিক, উপস্থাপক সৈয়দ ইফতেখারের গল্পের বই, ‘ডাইনোসর গ্রহে অভিযান”। নাম শুনেই বোঝা যাচ্ছে শিশুদের অ্যাডভেঞ্চার এই বইটির প্রধান উপজীব্য। রয়েছে নানা রহস্যও।

প্রকাশনা জলপরি এবং বাবুই প্রকাশনীর শিশুতোষ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশক মোরশেদ আলম হৃদয়। বইমেলায় পাওয়া যাচ্ছে স্টল ৩৯৩-৯৪-৯৫-৯৬ এবং শিশু চত্বরে স্টল ৮৭৫।

বিজ্ঞাপন

‘ছড়ার দেশে, যাচ্ছি ভেসে, হেসে হেসে’ ছিল লেখকের প্রথম বই; যা ২০২৩ সালে বের হয়। প্রকাশ করে ইন্তামিন প্রকাশন।

সৈয়দ ইফতেখার টেলিভিশনের পরিচিত মুখ। বর্তমানে তিনি উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য কানাডায় অবস্থান করছেন।

ঢাকায় সংবাদ, অনুষ্ঠান ও টকশো উপস্থাপনা করেছেন বহু বছর ধরে। কাজ করেছেন বার্তাকক্ষে, সামলেছেন আন্তর্জাতিক বিভাগের দায়িত্ব। করেছেন নাটক, টেলিফিল্মে অভিনয়ও। এর আগে সৈয়দ ইফতেখার-এর দুটি যৌথ গ্রন্থ প্রকাশ পায়, যার একটি কবিতা ও আরেকটি ছড়া।

ছড়ার মাধ্যমে ২০০৬ সাল থেকে জাতীয় পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন সৈয়দ ইফতেখার। ধীরে ধীরে কলম, কি-বোর্ডের সীমানা বিস্তৃত করেন কবিতা, গল্প, উপন্যাস, ফিচার ও কলামে। সাংবাদিকতায় পড়াশোনা সম্পন্ন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে। উচ্চ শিক্ষা নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগে। সাংবাদিকতার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন। নিতান্তই শখের বসে নির্মাতা হিসেবে তৈরি করেছেন প্রামাণ্যচিত্র ও শর্ট ফিল্ম।

তরুণ বয়সে ২০০৭ সালে সাংবাদিকতায় হাতেখড়ি একুশে টেলিভিশনে। পরে কয়েকটি পত্রিকা ও অনলাইনে কাজ করেন প্রতিবেদক পদে। ২০১৪ সালে যুক্ত হন বসুন্ধরা গ্রুপের অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে। বার্তাকক্ষে কাজের পাশাপাশি বিশেষ প্রতিবেদন তৈরি করে কাটে বছর চারেক। সেখান থেকে যোগ দেন শীর্ষ সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশনে। ২০২১ সালের শেষে আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন দেশের প্রথম বিজনেস চ্যানেল ‘এখন টেলিভিশনে’।

বিজ্ঞাপন

সৈয়দ ইফতেখার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তরুণ লেখক হিসেবে সম্মাননায় ভূষিত হন ২০১৬ সালে। পৈতৃক ভিটা উত্তরবঙ্গে। জন্ম, ১৪ই আগস্ট, ৩০শে শ্রাবণ, ঢাকায়, বেড়ে ওঠাও এ শহরে।

সারাবাংলা/ইআ

বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর