Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে পূর্বশত্রুতার জেরে ভাইবোন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

গুলিতে আহত মো. জসিম উদ্দিন

ঢাকা: রাজধানীর মিরপুরে পূর্বশত্রুতার জেরে মো. জসিম উদ্দিন (৪৪) ও বোন শাহিনুর বেগম (৩২) নামে দুই ভাইবোন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশন ই ব্লকের ১ নম্বর রোডে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাদের দুজনকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত জসিম উদ্দিন বলেন, সে পরিবার নিয়ে গাজিপুর কাশিমপুর এলাকায় থাকে। সেখানে তার ফার্নিচারের ব্যবসা আছে। মিরপুরের ওই বাসায় তার বোন শাহিনুর থাকে। গত এক সপ্তাহ আগে গাজিপুর থেকে বোনের বাসায় আসি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত পাঁচদিন আগে এলাকায় সোহাগ নামে এক ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। তখন তার সহযোগীরা আমাকে হুমকি দিতে থাকে। শবে বরাত উপলক্ষ্যে গতরাতে নামাজ পড়ে বাসার সামনে আসলে সোহাগের বিষয় নিয়ে এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজ এদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল আমাকে গুলি করে। সংবাদ পেয়ে আমার বোন শাহিনুর বাসা থেকে বের হয়ে ওদের ধরতে গেলে তাকেও গুলি করে পালিয়ে যায়। পরে আমাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যম্পের সহকারী উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, সকালে দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে। এদের মধ্যে শহিদুলের দুই পায়ের হাঁটুর নিচে ও শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লেগেছে। আহত জসিম উদ্দিনকে ভর্তি করা হয়েছে এবং শাহিনুরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এনজে

আহত গুলি মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর