বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় চট্টগ্রামে গ্রেফতার ১৯
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৭
চট্টগ্রাম ব্যুরো : বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ আরও বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম নগরীতে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় টানা অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতার ১৯ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধি এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/এমপি