Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট, পঞ্চগড়ে আরও ২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬

প্রতীকী ছবি।

পঞ্চগড়: অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে তুষার ইসলাম (২২) ও আসাদুজ্জামান সেলিম (২৪) নামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে পাঁচ দিনে ১৭ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী।

আটক তুষার ইসলাম জেলার আটোয়ারী উপজেলার ছোটধাপ এলাকার মৃত দুলাল ইসলামের ছেলে ও আসাদুজ্জামান সেলিম জেলা শহরের কাগজিয়াপাড়া এলাকার মনতাজ আলীর ছেলে।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, আটক দুইজনকে আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত পাঁচ দিনে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসআর

অপারেশন ডেভিল হান্ট গ্রেফতার পঞ্চগড়

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর