চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতাকে গুলি, ‘অভ্যন্তরীণ বিরোধ’ বলছে পুলিশ
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় ছাত্রদলের সাবেক এক নেতা দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য। তার বাড়ি রাউজান সদর ইউনিয়নে। বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বাবু দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
জানা গেছে, উত্তর গুজরা গ্রামে একটি মন্দিরে সরকারি বরাদ্দে ঘাট নির্মাণসংক্রান্ত ঠিকাদারি কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন বাবু। এ সময় তাকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
গুলিবিদ্ধ বাবু চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
ওসি মনিরুল সারাবাংলাকে বলেন, ‘ছাত্রদলের একজন সাবেক নেতা, উনি এখন বিএনপি করেন, ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা করেন, উনাকে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। কারা গুলি করেছে, সেটা আমরা এখনও পুরোপুরি শনাক্ত করতে পারিনি। তবে দলীয় অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ অথবা ব্যবসা-টাকাপয়সার বিরোধে এ ঘটনা ঘটতে পারে। আমরা ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।’
সারাবাংলা/আরডি/পিটিএম