Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩০

জব্দ মালামালসহ আটক ব্যক্তি। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকা তাহিরপুর এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল কর্তৃক নিয়মিত অভিযান চালিয়ে এক ব্যক্তিতে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা ভারতীয় মদ ও বিয়ার জব্দ করা হয়।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ নিয়মিত অভিযান পরিচালনা করে বিজিবি টিম। জব্দ মালামালের আনুমানিক মূল্য ১৩ হাজার ৭৫০ টাকা।

আটক ব্যক্তি একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. জালাল মিয়া (৬০)।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘জব্দ হওয়া মদ ও বিয়ারসহ আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সারাবাংলা/এমপি

আটক মদ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর