সাপ্তাহিক ছুটির দাবিতে দোকান কর্মচারীদের বিক্ষোভ-ধর্মঘট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫
চুয়াডাঙ্গা: সাপ্তাহিক এক দিনের ছুটির দাবিতে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের দোকন কর্মচারীরা বিক্ষোভ ও ধর্মঘট করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট ও বিক্ষোভ করেন তারা।
দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগার ফারাজি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফেরেন।
দোকান কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মৃধা বলেন, ‘সপ্তাহের প্রতিদিন আমাদের কাজ করতে হয়। একদিনও ছুটি নেই। এমন পরিস্থিতিতে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে দোকান মালিকদের সাপ্তাহিক ছুটির দাবি জানিয়ে আসলেও ন্যায্য দাবি না মানায় আমরা বিক্ষোভ ও ধর্মঘটের ডাক দিয়েছি।’
সারাবাংলা/এসআর
চুয়াডাঙ্গা দোকান কর্মচারীদের বিক্ষোভ ধর্মঘট সরোজগঞ্জ বাজার সাপ্তাহিক ছুটির দাবি