কেরু চত্বরে ফের ‘বোমা’, এলাকায় আতঙ্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯
চুয়াডাঙ্গা: দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চত্বরে আবারও বোমর মত বস্তু পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়ায়। পুলিশের ধারণা, এটি ককটেল বোমা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেরু চত্বরে একটি পরিত্যক্ত গর্তে টেপ মড়ানো ওই বস্তুটি দেখতে পাওয়া যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেরু চত্বরে ছাগল চড়াতে গিয়ে সেখানে বোমার মত বস্তুটি দেখতে পান এক যুবক। তাৎক্ষণিক বিষয়টি কেরুর নিরাপত্তাকর্মীদের জানান তিনি। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। খবর দেওয়া হয় রাজশাহী র্যাবের বোম ডিসপোজাল দলকে।
কেরু চিনিকলে কর্মরত কয়েকজন বলছেন, সম্প্রতি প্রতিষ্ঠানের শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ঘটনার জেরে কেউ এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য বোমা রেখে যেতে পারেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, কেরু চত্বরে কালো স্কচটেপ মোড়ানো একটি বস্তু পাওয়া গেছে। এর আগে, বৃহস্পতিবারও (১৩ ফেব্রুয়ারি) একই এলাকায় লাল স্কচটেপ মোড়ানো একটি হাতবোমা পাওয়া যায়। পরে রাজশাহী র্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে সেটি নিষ্ক্রিয় করে। এবারও রাজশাহী র্যাবের ওই দলকে খবর দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইআ