Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘জিপিএইচ গলফ টুর্নামেন্টের’ দশম আসর অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দশম ‘জিপিএইচ গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল রড নির্মাতা প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডে টুর্নামেন্ট আয়োজন করে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গলফিং ও স্পোর্টসম্যানশিপ’র এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের খ্যাতনামা গলফার, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্টজনেরা অংশ নেন।

এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে টুর্নামেন্টের সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধিনায়ক ও ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, ‘স্টিল খাতে জিপিএইচ ইস্পাত বিশ্বমানের রিবার তৈরি করেছে। একইসাথে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জিপিএইচ এক দশক ধরে টুর্নামেন্ট স্পন্সর করছে, এটা প্রশংসনীয়।’

জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল খেলাধুলার প্রসার ও সামাজিক সম্পৃক্ততায় জিপিএইচ সবসময় থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি বিশ্বসেরা গুণ ও মানের কোয়ান্টাম ইলেকট্রিক ফার্নেস প্রতিষ্ঠার ইতিহাস, চীনে বিলেট রফতানিসহ বিভিন্ন বিষয় বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠানে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সারাবাংলা/আরডি/এমপি