Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি
কবি সোহেল হাসান গালিব কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮

কবি সোহেল হাসান গালিব। ছবি: সংগৃহীত

ঢাকা: কবিতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ গ্রেফতার কবি সোহেল হাসান গালিবকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুক্রবার বিকেলে এই আদেশ দেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আদালতের অপরাধ ও প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কবিতায় কটূক্তির অভিযোগ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল হাসান গালিবকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির আদালতকে লিখিতভাবে জানান, আসামি সোহেল হাসান গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন। তার লেখা একটি গ্রন্থেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কবিতা ছাপা হয়েছে। আসামি কোন উদ্দেশ্যে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন, সেটি জানার জন্য তাকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত কবি সোহেল হাসান গালিবকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আদালত এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/পিটিএম

কারাগার টপ নিউজ সোহেল হাসান গালিব