‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো দল নয়’
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭
চ্যাম্পিয়নস ট্রফির মিশনে বাংলাদেশ দল এখন দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসর শুরু করতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বলছেন, বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো দল নয়।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। ৮ দলের এই মহারণে ট্রফি জিততে হলে বাংলাদেশকে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে। বাংলাদেশ অধিনায়ক শান্ত অবশ্য দেশ ছাড়ার আগে বলেছেন, ট্রফির জয়ের মিশনেই যাচ্ছেন তারা।
নিজের ইউটিউব চ্যানেলে এবি বলছেন, বাংলাদেশ দলের নকআউটে পৌঁছানোর সম্ভাবনা দেখছেন না তিনি, ‘তাদের দলটা ভালো। কিন্তু আমার মনে হয় না তারা নকআউটে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা হয়তো আমার এই কথার জন্য আমাকে অপছন্দ করবে। আমি দুঃখিত। কিন্তু এটাই বাস্তবতা। তারা ভালো দল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি জেতার মতো দল নয়।’
শিরোপা না জিতলেও বড় কোনো দলকে হারিয়ে অঘটন করতে পারে বলেই বিশ্বাস এবির, ‘দলের নেতৃত্বে আছেন শান্ত। সে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সে সামনে থেকেই দলকে নেতৃত্ব দেবে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে। তাসকিন দারুণ পেসার, মিরাজও দুর্দান্ত অলরাউন্ডার। তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর। বড় কোনো দলকে হারিয়ে দিতে পারে তারা।’
সারাবাংলা/এফএম