পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৯
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আশরাফুল ইসলাম ফাহাদ (২৪) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ফাহাদ উপজেলার বাহাদিয়া উত্তরপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে। আহত অপর দুই ব্যক্তি হলেন, নাইম (১৮) ও শাকিল (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকুন্দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাহাদিয়ার দিকে যাচ্ছিলেন তিন বন্ধু আশরাফুল ইসলাম ফাহাদ, নাইম ও শাকিল। সিএনজিচালিত অটোরিকশাটি ঢাকা থেকে পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাহাদিয়া পাঠানবাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ফাহাদ নিহত হয়। স্থানীয়রা দ্রুত সকলকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থা গুরুতর হওয়ায় নাইম ও শাকিলকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়ার থানায় অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সারাবাংলা/এমপি