Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় ব্যতিক্রমী উদ্যোগ

নাজনীন লাকী স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৫

বইমেলার সোহরাওয়ার্দী অংশের ২টি প্রবেশ পথেই দেখা মিলবে হাত ধোয়ার জায়গা

ঢাকা: ‎অমর একুশে বইমেলা শুধুমাত্র বই প্রকাশ আর বিক্রির মাঝেই সীমাবদ্ধ নেই। এই মেলাকে ঘিরে পুরো ফেব্রুয়ারি মাসজুড়েই চলে বিভিন্ন সংগঠনের নানান ধরনের সেবামূলক কার্যক্রম। এসব সেবার মধ্যে একটি হলো হাত ধোয়ার ব্যবস্থা। যা বইমেলায় আগত সবার মাঝে সচেতনতাসহ বাড়াচ্ছে হাত ধোয়ার চর্চা।

বইমেলার সোহরাওয়ার্দী অংশের ২টি প্রবেশ পথেই দেখা মিলবে হাত ধোয়ার জায়গার। ‎মেলায় এমন ব্যবস্থা থাকায় এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত বইপ্রেমীরা।

আদাবর থেকে মেলায় ঘুরতে আশা মৌমিতা জানালেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া একটি অপরিহার্য অংশ। আর বইমেলায় এমন উদ্যোগ থাকায় বইমেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলায় আগত বইপ্রেমীরা

এদিকে গুলশান থেকে মেলায় পরিবারকে নিয়ে ঘুরতে আসা মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘বইমেলা আমাদের শিশুদের মাঝে শিক্ষা বা জ্ঞানের আলো ছড়ায়। মেলায় এমন ব্যতিক্রমী উদ্যোগ বাড়াবে স্বাস্থ্য সচেতনতা ও হাত ধোয়ার চর্চা।’

শুধু মেলায় নয় অন্য সব জায়গাতেও এমন হাত ধোয়ার ব্যবস্থা আরও বেশি বেশি করে থাকা উচিত বলে মনে করেন রাজধানীর শান্তিনগর থেকে আগত সুমি।

হাত ধোয়া চর্চায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন

‎আমাদের দেশে করোনা থেকে বাঁচতে হাত ধোয়ার চর্চা বাড়লেও সেটি পরে আর ধরে রাখা যায়নি। এখন আগের মতোই সবার মাঝে রয়েছে উদাসীনতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, হাত ধোয়া চর্চায় বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন।

‎মেলার ভেতরে এমন উদ্যোগ সবার মাঝে হাত ধোয়ার চর্চা বাড়াবে এমনটাই মনে করছে মেলায় আগত দর্শনার্থীরা।

সারাবাংলা /এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

নাজনীন লাকী - আরো পড়ুন