ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ৬ মাসে রাজনৈতিক দলের নেতাসহ সাধারণ মানুষের সমর্থন ছাড়াও পৃথিবীজুড়ে আমাদের প্রতি সমর্থন গড়ে উঠেছে। যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না। বহু গল্প ফাঁদছে, গল্প টেকাতে পারছে না। শেষ পর্যন্ত ট্রাম্পের হাতিয়ার গল্প চালাতে গিয়ে পারল না।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র ও মাঝারি রাষ্ট্র সবাই আমার পরিচিত। তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। তাদের ভাষা শুনলে আমার অবাক লাগে। তাদের সঙ্গে যখন কথা বলতে বসি তারা কোনো কিছু শোনার আগেই বলে কী লাগবে বলো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমর্থন ক্রমাগত বাড়ছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই সমর্থন থাকা সত্ত্বেও আমরা যদি নতুন বাংলাদেশ গড়ে তুলতে না পারি, এটা আমাদের কপালের দোষ ছাড়া আর কী বলব। আমরা এই সুযোগ হারাতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক মহলও আমাদের জিজ্ঞেস করে, তোমাদের অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারি। কিন্তু সংস্কারের ব্যাপারে সাহায্য করতে পারব না। আন্তর্জাতিক মহলের সমর্থন, সহায়তা এবং শুভেচ্ছা, এটা আমাদের জন্য মস্তবড় সম্পদ। কোনো কোনো শক্তিমান রাষ্ট্র এও বলেছে যে, বাংলাদেশের উন্নয়নের জন্য সবধরনের সহায়তা করবে।’