শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক: আলী রিয়াজ
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৯
ঢাকা: সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলাদা করে বৈঠক করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ। তিনি বলেছেন, যতদ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে চলা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আলী রিয়াজ বলেন, ‘আজকের বৈঠকে সবগুলো রাজনৈতিক দলই ঐকমত্য পোষণ করেছে যে দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আর কোনো বিকল্প নেই। এমনকি সবগুলো দলই সংস্কার কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকারকে সহযোগী করবেন বলে একমত হয়েছেন। এমনকি তারা সরকারের সংস্কার কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা মনে করি প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া।’
সারাবাংলা/ইউজে/এইচআই