Friday 14 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নারী আটক, পতাকা বৈঠকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

ভারতীয় নারী।

পঞ্চগড়: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে পঞ্চগড় সদর উপজেলায় এক ভারতীয় নারীকে (৪২) আটক করেছে বিজিবি। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে চাকলারহাট ইউনিয়নের জাহেরপাড়া এলাকা থেকে জয়ধরভাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

জিজ্ঞাবাদে আটক নারী হিন্দি ভাষায় কথা বলেন। তিনি নিজের নাম শান্তি আবার কখনও বাসন্তী বলে জানায়। তার ঠিকানা দিল্লী ও শশুরবাড়ি বাংলাদেশের বগুড়া জেলায় বলে জানায় তিনি। তার আচরণ মানসিক ভারসাম্যহীনের মতো বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ওই নারী ভারতীয় নিশ্চিত হওয়ায় বিএসএফ তাকে ফেরত চায়।

বিজিবির জয়ধরভাঙ্গা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম বলেন, ওই নারী ভারতীয় নাগরিক নিশ্চিত হওয়ায় পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাকে হস্তান্তর করা হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবি প্রস্তুত রয়েছে।

সারাবাংলা/এসআর

পঞ্চগড় পতাকা বৈঠক বিএসএফ বিজিবি ভারতীয় নারী আটক হস্তান্তর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর