Saturday 03 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট: কুষ্টিয়ায় অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮

অস্ত্রসহ আটক ৩ জন।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছে থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও বিভিন্ন ধরনের সাতটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর সভার যুগিয়া দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. লিটন (২৪), আব্দুল মমিন(৪৫) ও রোমান আলী (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে ভিত্তি তিনটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় মো. লিটন আলীর বসতঘরের একটি কক্ষের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মোমিন ও রোমানকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আরও ৭টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর