গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫
কুষ্টিয়া: জেলার কুমারখালীর গড়াই নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকার গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে গড়াই নদীতে ভাসতে দেখে মরদেহটি নদীর কিনারে এনে পুলিশকে খবর দেন। মরদেহের পরনে লাল রঙের টি-শার্ট, কালো প্যান্ট ও হালকা খয়েরি রঙের জ্যাকেট ছিল। সেই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ জানান, গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে।
সারাবাংলা/এইচআই