Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোয়ালখালীর আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আওয়ামী লীগ দলীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে স্থানীয় থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার বেলাল হোসেন (৬০) বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার তদন্তে প্রাপ্ত আসামি বেলাল হোসেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (রোববার) আদালতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এইচআই

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর