Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ নয়, আমাদের নালিশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩২

সিলেটে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

সিলেট: দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারতের জনগণের প্রতি আমাদের কোনো নালিশ নেই। আমাদের নালিশ ভারতের সরকারের আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার যে পলিসি, বাংলাদেশকে উপনিবেশ করার যে পলিসি তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে যেতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন তিনি সিলেটের শহিদ সাংবাদিক এটি এম তুরাবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান বলেন, ‘সিলেটের মানুষ বরাবরই লড়াকু। ১৯৪৭ সালে এই সিলেটবাসী ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়েছিল। সেই পূর্ব পাকিস্তান পরবর্তীতে আজকের বাংলাদেশ হওয়ার পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। সেটা ছিল স্বাধীনতা রক্ষার লড়াই। স্বাধীনতা রক্ষার এই লড়াইয়ে এখনো সিলেটবাসী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এখন নতুন করে স্বাধীনতা রক্ষার আহ্বান এসেছে। নতুন এ লড়াইয়ে সিলেটবাসীকে পাশে থাকার থাকতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।

সারাবাংলা/এইচআই

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদুর রহমান সিলেট

বিজ্ঞাপন

হলিউডে বলিউডের ভাইজান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর