Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রদলের ২ নেতাকে শোকজ

জবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমি। ছবি: সংগৃহীত

ঢাকা: শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে শোকজ করেছে। সেইসঙ্গে নির্ধারিত সময়ের মাঝে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকাবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।

সারাবাংলা/পিটিএম

জবি ছাত্রদল শোকজ

বিজ্ঞাপন

হলিউডে বলিউডের ভাইজান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর