Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে উপন্যাস, বাড়ছে রাজনৈতিক-গবেষণামূলক বইয়ের পাঠক

আহমেদ জামান শিমুল
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৫

অমর একুশে বইমেলা। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রতিদিনই ক্রেতা-দর্শনার্থী বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বইয়ের বিক্রি। উপন্যাস, কবিতা, শিশুতোষ, থ্রিলার, অনুবাদ, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণকাহিনি, রাজনৈতিক, গবেষণা, আত্মজীবনী ইত্যাদি নানান ক্যাটাগরিতে বই প্রকাশিত হচ্ছে। কম বেশি সব ক্যাটাগরিতে পাঠক রয়েছে। সারাবাংলা বিভিন্ন স্টল ঘুরে প্রকাশক ও বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছে পাঠকের আসলে আগ্রহ কোথায়।

বিজ্ঞাপন

জানা গেছে, এবারের বইমেলায় এখন পর্যন্ত যেমন প্রকাশের শীর্ষে রয়েছে, তেমনি বিক্রয়ের শীর্ষেও রয়েছে উপন্যাস। গবেষণামূলক ও রাজনৈতিক বইয়ের পাঠকও এবার বেশ বেড়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা।

ঐতিহ্যের স্টল ম্যানেজার কাজল সারাবাংলাকে বলেন, ‘আমরা এবারের মেলায় ৩০০ এর মতো বই প্রকাশ করছি। এর অধিকাংশ ইতোমধ্যে স্টলে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে পাঠকরা সাধারণত বিখ্যাত লেখকদের বিভিন্ন সংকলন ছাড়াও মুক্তিযুক্ত, উপন্যাস, ভ্রমণকাহিনিসহ গবেষণামূলক ও রাজনৈতিক বই কিনছে।’

‘পাঠক এবার এমনিতেই গেল কয়েক বছরের তুলনায় অনেক কম। গতকাল ভালোবাসা দিবসে প্রচুর দর্শনার্থী পেলেও পাঠক পেয়েছি অনেক কম। এরপরও যেহেতু জানতে চেয়েছেন তাহলে বলবো উপন্যাস বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। এরপর এ বছর দেখলাম গবেষণামূলক বইয়ের পাঠক অনেক বেড়েছে। এতটা পাঠক এ ধরণের বইয়ের আগে দেখিনি’—বলেন গতিধারার প্লাবন রায়।

খোঁপায় গোলাপ কিংবা গাঁধা ফুলের মালা পরেছেন তুরুণীরা। ছবি: সারাবাংলা

বেশিরভাগ স্টলে পাঠক এবার একটু কম দেখা গেলও ব্যতিক্রম ‘বাতিঘর’। তাদের প্যাভিলয়েন পাঠকদের সবসময় ভিড় লেগেই থাকে। ‘আমাদের এখান ধ্রুপদী সিরিজের বইগুলো পাঠকরা বেশি কিনছে। এছাড়া অনুবাদ কিংবা বিদেশি লেখকদের বইও বেশ ভালো চলছে’,—বলেন প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী মুজাহিদ।

অবসরের বিক্রয়কর্মী ইমন সারাবাংলাকে বলেন, ‘এবার কেন জানি বেশিরভাগ মানুষের ছবি তোলাতে আগ্রহ বেশি। এর মধ্যে অল্প কিছু পাঠক বই কিনছি। আমাদের এখানে উপন্যাস বেশি চলছে।’

অটোগ্রাফ দিতে ব্যস্ত সাদাত হোসাইন। ছবি: সারাবাংলা

হুমায়ুন আহমেদ থেকে শুরু হালের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের বইয়ের প্রকাশক অন্যপ্রকাশ। তারা সাধারণত উপন্যাস বেশি প্রকাশ করলেও অন্যান্য ক্যাটাগরির বইও প্রকাশ করে। প্রতিষ্ঠানটির পরিচালক সিরাজুল কবির সারাবাংলাকে বলেন, ‘আমরা দেশের সকল প্রথিতযশা লেখকদের বই প্রকাশ করে থাকি। যার কারণে আমাদের এখানে মোটামুটি সব ক্যাটাগরির বই ভালো বিক্রি হয়। তবে উপন্যাস বেশি বিক্রি হচ্ছে।’

বিজ্ঞাপন

বিভিন্ন বিষয়ে গবেষণামূলক ও মুক্তিযুদ্ধ নিয়ে বই প্রকাশের জন্য বিখ্যাত ‘ইউপিএল’। প্রতিষ্ঠানটির একজন বিক্রয়কর্মী সারাবাংলাকে বলেন, ‘আমাদের এখানে আগে মুক্তিযুদ্ধবিষয়ক সবচেয়ে বেশি চলতো। এবারও তাই। তবে পাশাপাশি বিভিন্ন গবেষণামূলক ও রাজনৈতিক বিষয়াদির বইয়ের পাঠকও অনেক বেড়েছে।’

অমর একুশে বইমেলা। ছবি: সারাবাংলা

‘প্রথমা’র বিক্রয়কর্মীরাও জানান, তাদের স্টলে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশিত বইগুলো বেশি চলছে। একজন বিক্রয়কর্মী বলেন, ‘মানুষ এখন অনেক বেশি রাজনীতি সচেতন। যার কারণে তাদের রাজনৈতিক ইতিহাস পড়ার আগ্রহটা বেড়েছে।’

মিরপুর থেকে আসা দম্পতি সাদ্দাম-মেঘলাকে দেখা গেল মুক্তিযুদ্ধবিষয়ক বেশ কিছু বই কিনতে। তারা জানান, আমাদের মুক্তিযুদ্ধ, রাজনীতি এসব বিষয়ে যে পরিমাণ বই থাকার দরকার সে পরিমাণ বই এখনও প্রকাশিত হয় না। খুব অল্প কয়েকটি প্রতিষ্ঠান এ ধরণের বই প্রকাশ করে। যার কারণে আগে থেকে লিস্ট করে নিয়ে আসলে স্টলগুলোতে ঘুরে ঘুরে খুঁজে বের করা কঠিন। তারপরও তারা লিস্টের বাইরে থেকে কোনো স্টলে এ ধরণের বই চোখে পড়লে কেনার চেষ্টা করেন।

সারাবাংলা/এজেডএস

উপন্যাস গবষণামূলক বই বইমেলা ২০২৫ রাজনৈতিক বই

বিজ্ঞাপন

হলিউডে বলিউডের ভাইজান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর