‘দেশের মানুষের স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে’
২০ জুন ২০১৮ ২১:৩৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা অনেক উন্নত হয়েছে, শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। বিশেষ করে শিশুমৃত্যু হার কমিয়ে এমডিজি অর্জনে বাংলাদেশ সফল হয়েছে।
বুধবার (২০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মন্ত্রালয়ের আওতাধীন দফতর ও সংস্থা সমূহের সাথে ২০১৮-১৯ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এসডিজির স্বাস্থ্যখাতের লক্ষ্য অর্জনে সরকার তার অঙ্গীকার অনুযায়ী এগিয়ে চলেছে। এই সাফল্যকে আরো ঊর্ধ্বে নিয়ে গিয়ে জনগণের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্সসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি দেশ ও জনগণের কাছে এক ধরনের অঙ্গীকারনামা।’ স্বাস্থ্যসেবার মান বাড়াতে এই চুক্তি অনুযায়ী আগামী একবছরে নিষ্ঠার সাথে কাজ করার জন্য সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানরা চুক্তি স্বাক্ষর করেন।
সারাবাংলা/জেএ/এমও