Friday 21 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫

ঢাকা: একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেটের শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রেলওয়ে সূত্র জানিয়েছে রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি লাইনচ্যুত হওয়ার পর সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস। সিলেট স্টেশনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্যেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে লাইনটি চালু করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সারাবাংলা/জেআর/এমপি

ট্রেন লাইনচ্যুত বগি সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর