হিলি সীমান্তে বিএসএফের বাধায় রেল ব্রিজের সংস্কার কাজ বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১
দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও সিদ্ধান্ত না আসায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
গেলো ১০ ফেব্রুয়াররি এই রেল ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাধা দেয় বিএসএফ, ৬ দিনেও কোনো সমাধান মেলেনি। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের একমাত্র রুট এটি।
মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ব্রিজের সংস্কার কাজ করতে গিয়েছিলাম, বিএসএফ বাধা দিয়েছে। আপাতত কাজ বন্ধ রয়েছে।’
সারাবাংলা/এমপি