Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে নামবেন জাকের

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪

জাকের আলী

ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের জাত চিনিয়েছিলেন। গত বছরের শেষভাগে দারুণ পারফর্ম করা জাকের আলী জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও। টুর্নামেন্ট শুরুর আগে এই বাংলাদেশ ব্যাটার বলছেন, ভালো কিছু করার লক্ষ্যেই মাঠে নামবেন তিনি।

গত বছরের টি-২০ বিশ্বকাপটা ভালো কাটেনি জাকেরের। ৪ ম্যাচে করেছিলেন মাত্র ৩৫ রান। সেই আক্ষেপ ঘুচেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেস্ট ও টি-২০ দুই সিরিজেই হেসেছে তার ব্যাট। দারুণ কিছু আগ্রাসী ইনিংস খেলে সবার নজর কেড়েছেন জাকের।

বিজ্ঞাপন

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকের জানিয়েছেন, প্রথম ম্যাচের আগে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তারা, ‘মাঠে নামার অপেক্ষায় আছি। প্রথম ম্যাচটাই আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাচ। আমরা যদি এই ম্যাচটা জিততে পারি, তাহলে ভালো কিছুর সম্ভাবনা থাকবে। দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি টুর্নামেন্টে একেবারেই ভিন্ন। দল হিসেবে আমাদের সেরাটাই দিতে হবে। আমার সেই প্রস্তুতি রয়েছে। সেই বোলিংয়ে আসুক আমি ভালো ব্যাটিংয়ের চেষ্টাই করব। আমার নিজের কিছু পরিকল্পনা আছে। পরিস্থিতির সাথে সেভাবেই মানিয়ে নিতে হবে।’

বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে দুবাইতে। পরের দুই ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের মাটিতে নিজের ব্যাটিংটা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন বলেই বিশ্বাস জাকেরের, ‘পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব। সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যাটিং বান্ধব উইকেট বলেই যে অনেক রান উঠবে সেটা আসলে বলার উপায় নেই। সঠিক পরিকল্পনা নিয়েই এগোতে হবে। টেস্ট ও টি-২০ এর চেয়ে ওয়ানডে ফরম্যাট আলাদা। এখানে ম্যাচের গতি দ্রুতই পালটে যায়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি জাকের আলী বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর