তাপমাত্রা বেড়ে গিয়ে বজ্র বৃষ্টির পূর্বাভাস
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩
ঢাকা: শীত যাই যাই করছে। সকালে সামান্য ঠান্ডা অনুভব হলেও বেলা উঠতেই ঝলমল রোদ, সেই সঙ্গে গরম অনুভব হয়। আবহাওয়া অফিসও বলছে, তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমেছে। সেই সঙ্গে সপ্তাহ শেষে সারাদেশে বৃষ্টি ও বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আর সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাবাংলা/জেআর/এমপি