যুক্তরাষ্ট্রেও দল হারালেন সাকিব
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯
মাঠে ও মাঠের বাইরে সময়টা ভালো কাটছে না তার। জাতীয় দল থেকে বাদ পড়া, বোলিংয়ে নিষিদ্ধ হওয়াসহ নানা কারণে বিপর্যস্ত সাকিব আল হাসান এবার শুনলেন আরেকটি দুঃসংবাদ। আসন্ন মৌসুমের আগে তাকে দলে রাখেনি যুক্তরাষ্ট্রের মেজর লিগের ক্লাব লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে গত নভেম্বরে। আবুধাবি টি-২০ লিগে খেলার পর আর মাঠে নামা হয়নি তার। মাঝে ভারতের লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। জাতীয় দলের হয়ে গত অক্টোবরে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব।
আসন্ন মৌসুমকে সামনে রেখে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সাকিবের সাথে দল হারিয়েছেন জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও ট্রাভিস হেডরাও। নাইট রাইডার্স শুধুমাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করেছে। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও অস্ট্রেলিয়ার স্পেনসার জনসনকে ধরে রেখেছেন তারা।
গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে মাত্র ৪ ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব। ৪ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছিল মাত্র ৬০ রান, উইকেট পেয়েছেন মাত্র ১টি। এই মুহূর্তে বোলিংয়ে নিষিদ্ধ সাকিব। ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এমএলসির প্লেয়ার্স ড্রাফটে কি শুধু ব্যাটার সাকিবকে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো?
সারাবাংলা/এফএম