মিরপুরে সিএনজিচালিত অটো চালকদের সড়ক অবরোধ
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯
ঢাকা: মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে রাজধানীর রামপুরা, মিরপুর-১ ও মিরপুর-১৩ নম্বরে সড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার সড়ক অবরোধ করেন তারা। এতে যানচলাচল বন্ধ হলে জনদুর্ভোগ সৃষ্টি হয় ওই এলাকায়।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বিআরটিএর সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে সকাল ১০ টার দিকে পুলিশ এসে তাদের বুঝালে সড়কের একপাশ তারা ছেড়ে দিয়ে অপর পাশ অবরোধ করে রাখেন।
অবরোধকারী চালকরা জানান, চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। অবিলম্বে বিআরটিএকে তাদের নির্দেশ প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে, গত মঙ্গলবার বিআরটিএ থেকে জানানো হয়, সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করে চালকরা।
সারাবাংলা/এমএইচ/এমপি