Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯

ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়েছেন অনেকে।

ভারতের মহাকুম্ভমেলায় যাওয়ার পথে নয়া দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মহাকুম্ভমেলাগামী ট্রেনে ওঠার সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়েছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম সরকারি তথ্যের বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন নারী এবং পাঁচ জন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির পুলিশ বলছে, মহাকুম্ভগামী ট্রেনে উঠার জন্য হুড়োহুড়ির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে ১১ জন নারী এবং পাঁচ জন শিশু রয়েছে।

মূলত ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে, এমন ঘোষণার পর যাত্রীদের ভিড় বেড়ে যায়। তখন ট্রেনে উঠার জন্য মানুষ ছোটাছুটি করতে থাকেন। এক পর্যায়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে স্টেশনে পড়ে যান বেশ কয়েকজন যাত্রী। পরে পদপিষ্ট হওয়ার খবর পেয়ে দিল্লি পুলিশের রেলওয়ে ইউনিট প্ল্যাটফর্মে পৌঁছায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও রেলস্টেশনে আসেন।

এ বিষয়ে রেলওয়ের ডিসিপি কেপিএস মালহোত্রা বলেন, দুটি ট্রেনই আসতে দেরি হয়েছিল। তার জেরে যাত্রীদের ভিড় বেড়ে যায়। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই ব্যাপক ভিড় লেগে যায়। স্পেশাল ট্রেনের ঘোষণা হতেই সবাই ওই ট্রেনে উঠার জন্য তাড়াহুড়ো করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সারাবাংলা/ইআ

নিহত ১৮ পদদলিত হয়ে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর