Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপারেশন ডেভিল হান্ট
পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮

আটক পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির।

পঞ্চগড়: অপারেশন ডেভিল হান্ট অভিযানে পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ তথ্যটি নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবীর। এর আগে শনিবার (১৫ ফেব্রয়ারি) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা-পুলিশ।

আটক আলমগীর কবির তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার বীর মুক্তিযোদ্ধা তসির উদ্দিনের ছেলে।

জানা যায়, আলমগীর কবীর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। গত ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাকে কী মামলায় আটক করা হয়েছে তা জানা যায়নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর বলেন, ‘শনিবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আলমগীর কবিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।’

সারাবাংলা/এমপি

অপারেশন ডেভিল হান্ট আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর