সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিআরটিএ’র নির্দেশনা বাতিল
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২০
ঢাকা: সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এক চিঠি পাঠিয়ে আদেশটি স্থগিত করার বিষয়টি জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএ’র চিঠিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৫(৩) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিটে বর্ণিত এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে মিটারে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত টাকা দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয়ে আইনের ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা দণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। এ অবস্থায়, গ্যাস/পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট মোটরযান চালকের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশনা প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি ১৬ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হল ও অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হল।
এর আগে, বিআরটিএ থেকে অতিরিক্ত ভাড়া নিলে মামলার আদেশ দেওয়ার পর গত বৃহস্পতিবারের মতো আজ রোববার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন। রাজধানীর রামপুরা, মিরপুর -১ ও মিরপুর -১৩ নম্বরসহ কিছু এলাকায় সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে যানচলাচল বন্ধ হলে জনদুর্ভোগ সৃষ্টি হয় ওই এলাকায়। এর পরই আগের নির্দেশনা বাতিলের সিদ্ধান্ত আসে।
অবরোধকারী চালকরা জানান, চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি ও পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। অবিলম্বে বিআরটিএকে তাদের নির্দেশ প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাবেন।
সারাবাংলা/এমএইচ/এমপি