Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলেন কুকি চিনের তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৫

এলাকার মানুষেরা ঘরে ফিরতে শুরু করেছে। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রামছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) আএসপিআরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর যৌথ অভিযানে নিরাপত্তা ব্যবস্থা ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে। এর আগে বান্দরবান জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি হতে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হয়। ছবি: সারাবাংলা

কুকি চীন সন্ত্রাসীদের অযাচিত চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ হতে মধ্যাহ্নভোজের আয়োজন করাসহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয়। পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এছাড়া, এলাকার শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে ও তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমপি

কুকি চিন সম্প্রদায় বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর