হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২২ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
দিনাজপুর: একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার শবে বরাত উপলক্ষে ছুটি শেষে আজ রোববার সকাল থেকে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দরে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক।
সারাবাংলা/এমপি