Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলির ধাক্কায় শিশু নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮

ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরে একটি স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বালির ট্রাকের ধাক্কায় মারা গেছে পাঁচ বছরের শিশু ইব্রাহিম। গুরুতর আহত হয়েছেন তার দাদী আনোয়ারা (৫০)। নিতহ ইব্রাহিম প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণীর শিক্ষার্থী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এসময় চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন।

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যায় সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম । এ সময় তিনি বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

সারাবাংলা/ইআ

কুষ্টিয়া ট্রলির ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর