চ্যাম্পিয়নস ট্রফি
যে দুর্বলতায় পাকিস্তানের বিপদ দেখছেন আকাশ চোপড়া
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৮
২৯ বছর পর দেশের মাটিতে বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছেন তারা। ডিফেডিং চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলছেন, ধারাবাহিকতার অভাবেই এবারের আসরে বিপাকে পড়বেন রিজওয়ান-বাবররা।
২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। এরপর থেকেই আইসিসি টুর্নামেন্টে শিরোপা জেতার স্বাদ পায়নি তারা। মাঝে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তাদের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও ব্যর্থ পাকিস্তান।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলছেন, চ্যাম্পিয়নস ট্রফিতেও খুব একটা ভালো করার সম্ভাবনা নেই পাকিস্তানের, ‘পাকিস্তানের এই দুর্বলতা নতুন নয়, বহু বছর ধরেই চলে আসছে। তারা অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে এবারের আসরে তারা অনেক বেশি চাপে থাকবে। বিগত কয়েকটি আইসিসি টুর্নামেন্টে তারা একেবারেই ভালো করতে পারেনি।’
ধারাবাহিকতার অভাবই পাকিস্তানকে বেশি ভোগাবে, মানছেন আকাশ, ‘তারা মাঠে ধারাবাহিক নয়। তাদের গ্রাফ অনেক বেশি উপর নিচে হয়। দলের অবস্থা তাদের দেশের মতোই। কখনো উপরে, কখনো নিচে। মাঝামাঝি অবস্থায় তারা আসতে পারে না।’
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান অবশ্য যেকোনো কিছুই করে ফেলতে পারে, এটাও স্বীকার করছেন আকাশ, ‘তারা বরাবরই ‘আনপ্রেডিক্টেবল’ একটা দল। তাদের ওপর চাপ থাকবে। সেই চাপ কাটিয়ে তারা কতটুক ভালো করতে পারে সেটাই দেখার বিষয়।’
আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান।
সারাবাংলা/এফএম