Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধমক দিয়ে নয়, কাজের মাধ্যমে ১ নম্বর হোন— ডিসিদের প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: রক্তচক্ষু বা ধমক দিয়ে নয়, সৃজনশীলতার মধ্য দিয়ে কাজ করে এক নম্বর হোন। জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি এমন দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করুন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, জেলা প্রশাসকেরা নিজ নিজ জেলায় সৃজনশীল কাজের মাধ্যমে এক নম্বর হওয়ার চেষ্টা করতে হবে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি।

তিনি বলেন, আমরা আইন করে দিয়েছি, কিন্তু গ্রামে-গঞ্জে পৌঁছেনি, অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি। এই যে দূরত্ব এটা যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে। হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উলটে দিতে হবে। সরকার ভিন্ন জিনিস। আপনার অধিকার পৌঁছে দেওয়াই আমাদের কাজ।

এর আগে, সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

বিজ্ঞাপন

সম্মেলনের সূচি অনুযায়ী, উদ্বোধনের পর দুপুরে শুরু হবে দ্বিতীয় অধিবেশন। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বে শুরু হবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। সেখানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। আরও থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এ পর্বে আলোচনা হবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গেও।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

সারাবাংলা/জেআর/ইআ

ডিসি সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর