Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্দেশ বাতিলে যাত্রীদের সহিংস চালকদের হাতে তুলে দেওয়া হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮

ঢাকা: সিএনজিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলার নির্দেশ বাতিল করায় বিআরটিএ’র কঠোর সমালোচনা করেছে যাত্রী কল্যাণ সমিতি ।  এর মাধ্যমে বিআরটিএ অসহায় যাত্রীদের সহিংস সিএনজি চালকদের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে মিটারে না চালানোর একদফা দাবিতে রোববার রাজধানী জুড়ে আন্দোলনরত সিএনজিচালিত অটোরিকশা চালকদের দাবির মুখে মামলা করার আদেশ প্রত্যাহার করে নেয় বিআরটিএ।

বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের আমলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার ৯৯৬টি সিএনজিচালিত অটোরিকশার রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় তৎকালীন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তার পরিবারের মদদে বিআরটিএ’র কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তা, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, অটোরিকশা উত্তরা মোটরের কিছু ডিলার মিলে এক ভয়াবহ দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে তুলে। তারা সিএনজি অটোরিকশার রিপ্লেসমেন্ট খাত থেকে প্রায় এক হাজার ২০০ কোটি টাকার দুর্নীতি করেছে। এদের একেকজন এখন শত শত কোটি টাকার মালিক। এই কারণে ৩ লাখ টাকার এক একটি সিএনজিচালিত অটোরিকশা এখন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

বিবৃতিতে বলা হয়, বিগত সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবার এইখাতে সরাসরি জড়িত থাকায় সে সময়ে কেউ এ বিষয়ে বিরোধীতা করার সাহস পায়নি। সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের আত্মগোপনে চলে গেলেও সিএনজি অটোরিকশা খাতের এই আওয়ামী দুর্নীতিবাজ সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা রিপ্লেসমেন্ট প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিআরটিএ’র শীর্ষ কর্মকর্তারা গত একদশক ধরে এখনো ঘুরেফিরে ঢাকা-চট্টগ্রামে স্বপদে বহাল রয়েছে। তারা দুর্নীতিবাজ সিন্ডিকেটকে নানান আন্দোলনে উস্কে দিচ্ছে। তারা একেকটি সিএনজিচালিত অটোরিকশাকে সোনার ডিম পাড়া হাঁসের মত মনে করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী এই সিন্ডিকেটটি বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর শিথীলতা, সরকারের দুর্বলতাকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। তারা কখনো ঢাকা মহানগরীতে পাঁচ হাজার, চট্টগ্রাম মহানগরীতে চার হাজার চালকের নামে সিএনজিচালিত অটোরিকশার দাবি নিয়ে কখনো বিআরটিএ’র সদর কার্যালয় ঘেরাও করে, কখনো সচিবালয়ের সামনে, প্রেসক্লাবের সামনে আন্দোলন করে।

এই সিন্ডিকেটের নির্দেশে সিএনজি অটোরিকশা খাতকে আলোচনায় রেখে বিআরটিএকে দিয়ে সিএনজিচালিত অটোরিকশা মিটারে না চালালে ৫০ হাজার টাকা জরিমানার পুরান আইনটি আবারো নতুন করে প্রজ্ঞাপন আকারে জারি করার ব্যবস্থা করে। আইন জারির পর পর কতিপয় সিন্ডিকেটধারী সিএনজি অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা চালকদের উস্কে দিয়ে আজ সকাল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ রেখে নগরজুড়ে তাণ্ডব চালায়।

এমন পরিস্থিতিতে বিআরটিএ এই সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে অসহায় যাত্রীদের তান্ডব চালানো সিএনজি অটোরিকশার চালকদের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতি।

এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ সিন্ডিকেটের কাছে বিআরটিএ’র নতিস্বীকার নগরজুড়ে তাণ্ডবকারী চালকদের হাতে অসহায় যাত্রীদের তুলে দেওয়ায় বিআরটিএ’র মত এমন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগনের টাকায় পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী অধিকার সুরক্ষায় নিয়োজিত এই সংগঠনটি।

উল্লেখ্য যে, ঢাকা মহানগরীর ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কর বাসের উচ্ছেদ ঠেকাতে গোলাপি রঙের বাস সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ ও সিএনজি অটোরিকশা চালকদের তাণ্ডব, অসহায় যাত্রীদের তাণ্ডবকারী চালকদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে আগামীকাল সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেআর/এমপি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিআরটিএ বিআরটিএ কার্যালয় সিএনজিচালিত অটোরিকশা

বিজ্ঞাপন

ঝড়ো বৃষ্টিতেও থামেনি পাঠক
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর