Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবির ছাত্রীহলের খাবারে নেইলকাটার, ক্যান্টিন অপারেটরকে অপসারণ

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮

খাবার থেকে পাওয়া নখ কাটার মেশিন।

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলে’ রাতের খাবারে নখ কাটার মেশিন পাওয়ার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় ক্যান্টিন অপারেটরকে অপসারণ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাটার মেশিন পান।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি রাতে খাওয়ার জন্য ডাইনিং থেকে গিলা কলিজা আনি, রুমে এসে প্যাকেট খুলে দেখি নেইল কাটার। কাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয় আমাকে।’

অন্য আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘হলের ডাইনিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। হলের মামাদের ঘরের বাচ্চা কাচ্চা গুলো সব সময় ডাইনিং এ থাকে। কি যে একটা বাজে পরিবেশ এই ডাইনিংয়ের। একদিন তো একটা ছেলে অপরিষ্কার হাতে খিচুড়ির পাতিল থেকে খাচ্ছিলো। খালারা আবার ওই খাবার আমাদের কাছে বিক্রি করেন। নিজ চোখে দেখার পর থেকে অরুচি চলে আসছে।’

এই বিষয়ে হলের প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, খাবারে নখ কাটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যান্টিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যান্টিন পরিচালনা করবে। এর আগেই বর্তমান অপারেটরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল কিন্তু আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এই রকম ঘটনা ঘটায় আমরা তাকে বাদ দিয়েছি।’

সারাবাংলা/এমপি

ছাত্রীহল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর