Saturday 22 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৭

সুনামগঞ্জ: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কামরুপদলং ও আস্তমা গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষ শুরু হয়। পরে কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সরকারি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সংঘর্ষে আহতরা হলেন- কামরুপদলং গ্রামের সাকিব (২০),আলাই মিয়া (২২), আলম আহমদ রনি(৩৩), সুন্দর আলী (৭০), বাতির মিয়া(৬০),মোশরাফ আলী(৫৫), মুতিবুর(২২), সুজন(৩০),নবীর হোসেন,(২১), আস্তমা গ্রামের নাছির উদ্দিন(৫০), সাদির(৪৪),সুনুর আলী (৪১) মরছব আলী(৪৫), নিজাম (৫০) মো. আছির উদ্দিন(২৫), ইমরান(২৪) সৌরভ (২১), ফয়জুল(৩৮) শাহীন (২২)।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী জানান, গতকাল শনিবার বিকালে উপজেলার আস্তমা গ্রামের বজলু মিয়ার গরু কামরুপদলং গ্রামে সুন্দর আলীর ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে আস্তমা ও কামরুপদলং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এসডব্লিউ

সংঘর্ষ সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর