আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, দগ্ধ আরেকজনের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
ঢাকা: ঢাকার আশুলিয়া গোমাইল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন রহমান (৩৫) নামে আরও একজন মারা গেছেন। এর আগে গত রাতে মারা যান সুমনের বোন শিউলি আক্তার (৩২)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান সুমনের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আরও নয়জন ভর্তি আছেন। এরমধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
এরআগে গত শুক্রবার রাত সারে ৯টার দিকে আশুলিয়া গোমাইল গ্রামে একটি ভাড়া বাসায় দ্বিতীয় তলায় এই বিস্ফোরনের ঘটনাটি ঘটে। রাত ১টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সারাবাংলা/এসএসআর/এমপি